লায়লা আরজুমান বানু
পড়ার টেবিলে বসে
বইয়ের পাতা খুলে
স্কুলের পড়া পড়বে তুমি
মনোযোগি হয়ে ।
চোখ থাকবে বইয়ের পাতায়
মন ভরাবে পড়ায় পড়ায়,
বই হবে বন্ধু তোমার
টেবিল পড়ার সাথী
পড়ার টেবিলে বসে তুমি
জ্বালাবে মনের বাতি ।
লেখক পরিচিতি: লায়লা আরজুমান বানু
সহকারি শিক্ষক
তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সাপাহার, নওগাঁ।
1,846 Views