ফুল দেখতে সুন্দর
আর তার রং অনেক সুন্দর
ফুলের দোকান আমার
আর বসন্তকালে ফুটে।
ছিঁড়োনা নরম পাতা
যখন সূর্যের কিরণ হাসে
কেমন করে হেসে উঠে তারা
আর দুলে দুলে নাড়ে মাথা।
===============================
লিখেছে-
সামিরা আকতার শাম্মী
৫ম শ্রেণি
পোল্লাডাঙ্গা সরকারি প্রাতমিক বিদ্যালয়।
চাঁপাইনবাবগঞ্জ।
1,884 Views