বৃষ্টির সময়
সানজিদা আক্তার
বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে
সারাদিন শুধু ঝর ঝর।
কখনও হুরমুড়, কখনও গুড়মুড়
ভিজতে যে কি মজা।
ভিজে ভিজে মায়ের বকুনি
শুনতে যে কি মজা
পরে যখন হবে জ্বর
অবস্থা হবে মর মর।
লেখক পরিচিতি:
সানজিদা আক্তার, ৫ম শ্রেনি, শংকরবাড়ি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
2,026 Views