শিল্পী: বশির আহম্মেদ
আয়নাতে ঐমুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাখে
ভ্রমর যে এসেছিল জানবে লোকে।।
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কিগো চেনাচেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে।
ন্ধদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ণ কি গো রাখবে ঢেকে।।
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপি চপি আকছো
তুমি কি তারে ভালোবাসবে।।
ধরা যদি দেয় সে এক পলকে
দেখবে যখন তাকে অবাক চোখে
দুহাতে নয়ন কিগো রাখবে ঢেকে।।
1,673 Views