ছোট ভাই
ইফফাত তাসনিয়া বিভা
আমার একটা ছোট্ট ভাই,
জ্ঞান বুদ্ধি কিছু নাই।
পড়াশুনায় ফিস ফিস,
অংক করলে মাথায় বিষ।
ধরতে গেলে বিজ্ঞান,
হয়ে যায় অজ্ঞান।
ইংরেজিতো দূরের কথা,
শুনলে মাত্র পেট ব্যাথা।
সমাজ বিজ্ঞান পড়ে না,
প্রশ্ন করলে পারে না।
এভাবে তার দিন যায়,
পরীক্ষা এলে গোল্লা পায়।
লেখক পরিচিতি:
ইফফাত তাসনিয়া বিভা
৫ম শ্রেণি, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
2,169 Views