শিল্পী:এন্ড্র কিশোর
ডাকদিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশী দিন
তোদেও মাঝারে
হায়রে..
আমি চলতি পথে দুদিন থামিলাম
ভালোবাসার মালাখানি
গলে পরিলাম আমি গলে পরিলাম
আমর সাধের মালা যায়ওে ছিড়ে।।
আমি কত জনে কত কী দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
আমার সঙ্গেও সাথী
ও আমার সঙ্গের সাথী
কেও হলো না রে ..।।
1,683 Views